Updates:

Nirmol Bangladesh

Blog Post

নির্মল বাংলাদেশ কর্তৃক মানবিক সহায়তার আবেদন

নির্মল বাংলাদেশ কর্তৃক প্রকাশিত উত্তর বঙ্গের বন্যার্তদের জন্য মানবিক সহায়তার আবেদনের প্রেক্ষিতে আপনারা অনেকেই সাড়া দিয়েছেন। যদিও আমরা সেই অর্থে ততটা জনপ্রিয় নেই, তবুও আল্লহামদুল্লিলাহ, ভালো পরিমান সহায়তা করেছেন। এটি আল্লাহ তা’আলার অশেষ রহমত।

আমরা প্রথমেই যেমন টা বলেছিলাম, আমাদের স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত করা হবে। এখানে আমাদের হিসাবের বিবরন তুলে ধরা হলোঃ

মোট অনুদান গৃহিত হয়েছে:

  • বিকাশ (মার্চেন্ট একাউন্ট):
    • ব্যক্তি-১: 100
    • ব্যক্তি-২: 500
    • ব্যক্তি-৩: 3000
    • ব্যক্তি-৪: 4500
    • ব্যক্তি-৫: 5000

    মোটঃ 13,100/-

    রকেট: 0.00 টাকা

    নগদ: 0.00 টাকা

    ব্যাংক: 0.00 টাকা

    সুতরাং মোট গৃহিত অনুদানের পরিমান ১৩,১০০/-

গৃহিত অনুদানের পরিমান অল্প হওয়ায়, আমাদের নিজেদের স্বেচ্ছসেবীদেরকে বন্যা কবলিত এলাকায় পাঠানো সম্ভব না হওয়ায় “Medical Students Association of Kurigram” -এই প্রতিষ্ঠানকে আমাদের অনুদানের টাকা গুলো পাঠানো হয়েছে। তারাও আজ (১২/০৭/২০২৪-ইং তারিখে) কুড়িগ্রামে ত্রাণ বিতরন ও ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে। তাই, আপনাদের পাঠানো অনুদানের অর্থ গুলো সঠিক সময়ে বন্যা দূর্গতদের যেন কাজে আসে, সেটি বিবেচনা করেই উক্ত প্রতিষ্ঠানকে ১২৬০০ টাকা পাঠানো হয়েছে। বাকী ৫০০ টাকার সাথে আরো ৫০০ টাকা প্রতিষ্টানের ফান্ড থেকে মোট ১০০০ টাকা জামালপুরের একটি বন্যা দুর্গত পরিবারকে সহায়তা হিসেবে পাঠানো হয়েছে।

হিসাবের স্বচ্ছতা নিশ্চিত

পোষ্টের সাথে কিছু ছবি যুক্ত করা হলো। আরো বিস্তারিত হিসাব/হিসাব বিবরন/প্রমানাদির জন্য আমাদের সাথে যোগাযোগ করুন (01521209713)।