FAQ's about Trishnatur
Before submitting the form, please read the FAQ section below.
FAQ
নির্মল বাংলাদেশ” একটি অলাভ জনক স্বেচ্ছাসেবী সংস্থা।
নির্মল বাংলাদেশ মূলত শিক্ষা কেন্দ্রিক কার্যক্রম এর সাথে জড়িত, পাশাপাশি নিমর্ল বাংলাদেশ অসহায় মানুষদের জন্য কাজ করছে, ভবিষ্যতে করবে বলে দৃঢ় প্রতিজ্ঞ, নির্মল বাংলাদেশ ইয়ং জেনারেশন এর উদ্দেশ্য সম্প্রতি অনেক কাজ করেছে, তার একমাত্র বড় উদহারণ হলো বই মেলাতে ইয়ং টেলেন্টদের লেখা সংগ্রহের মাদ্ধমে ইয়ং টেলেন্টদের বই লেখার প্রতি অধিক মনোযোগী করে তোলা , ভবিষ্যতে ইয়ং জেনারেশন যেনো নির্মল বাংলাদেশের মেম্বার হয়ে দেশ ও দেশের মানুষ এর জন্য কাজ করতে পারে & নিজের কেরিয়ারকে স্টাব্লিশ করতে পারে ,সেই উদ্দেশ্যে নির্মল বাংলাদেশ তথা সংশ্লিষ্ট মেম্বারগণ নিরালস পরিশ্রম করে
তৃষ্ণাতুরে লেখা প্রকাশের জন্য কোন টাকা বা ফী দিতে হবে না।
তৃষ্ণাতুর হলো নির্মল বাংলাদেশ কর্তৃক প্রকাশিত বার্ষিক সাহিত্য সংকলন। যা গত ২০২০ সালের অমর একুশে গ্রন্থমেলা হতে প্রথমবারের মত প্রকাশিত হয়। নির্মল বাংলাদেশ বিশ্বাস করে এদেশের প্রতিভাবান তরুনদের মধ্যেই আছে আগামীর বাংলাদেশের অমিত সম্ভাবনা। তাই এদেশের তরুন প্রতিভাবনদের সুপ্ত প্রতিভাবে আরো বিকশিত করতে একই সাথে তাদের মেধাকে দেশীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডল থেকে স্বীকৃতি এনে দিতে নির্মল বাংলাদেশের তৃষ্ণাতুর প্রকাশ করা।
নির্মল বাংলাদেশ বিশ্বাস করে তৃষ্ণাতুরের মাধ্যমে বাংলাদেশ আগামী প্রজন্মের একজন জহির রায়হান, হুমায়ন আহমেদের মতো লেখকদের পাবে। আমরা চাই তরুন লেখকগন স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মাধ্যমে প্রতিভা বিকাশের সুযোগ পাবে।
ধাপ ১: প্রথমে আপনাকে একটি Writer’s ID বা লেখক আইডি তৈরী করে নিতে হবে।
ধাপ ২: Writer’s ID তৈরী হলে সেই আইডি ব্যবহার করে Writing Submission এ লেখা জমা দিবেন।
- প্রতিটি লেখকে আলাদা ভাবে পৃথক করার জন্য সকলের একটি করে ইউনিক আইডি তৈরী করে নিতে হবে।
- এই ইউনিক আইডির মাধ্যমেই সকল লেখা জমা হবে।
ধাপ ১: প্রথমে আপনাকে একটি Writer’s ID বা লেখক আইডি তৈরী করে নিতে হবে।
ধাপ ২: Writer’s ID তৈরী হলে সেই আইডি ব্যবহার করে Writing Submission এ লেখা জমা দিবেন।
নির্মল বাংলাদেশ তার সকল সদস্যদের ব্যাক্তিগত সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে। আপনার সকল তথ্য আমাদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল গ্রাহকদের সকল তথ্য গুপনীয়তার সাথে নিরপত্তা দেওয়া হবে।