নির্মল বাংলাদেশের সকল লেখক/লেখিকা, স্বেচ্ছাসেবী, উপদেষ্টা, কর্মীদের দীর্ঘ ৪ মাস টানা কাজ করার পর আমরা সফল ভাবে তৃষ্ণাতুরের ৪র্থ বার্ষিক সাহিত্য সংকলন প্রকাশ করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের সকল লেখককে জানােই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমাদের লেখকদেরকে সুন্দর লেখায় উৎসাহিত করতে নির্মল বাংলাদেশের তৃষ্ণাতুর সাহিত্য সংকলন গুলো ক্রয় করুন। সেই সাথে, আপনাদের বই কেনার কারনে, আমরা যে অর্থ পাই, সেই অর্থ গুলো নির্মল বাংলাদেশের সামাজিক উন্নয়ন খাতে ব্যয় করা হয়। আমাদের নিয়মিত কার্যক্রমের মধ্যে অন্যতম কিছু কাজ হলোঃ অসহায়/দরিদ্র/সুবিধাবঞ্চিত/শীতার্ত/বন্যাক্রান্ত-দের সহযোগিতা। সুতরাং, আমরা আপনাদের নিকট থেকে অনুদান হিসেবে কিছু আর্থিক সহযোগিতা আশা করছি।
Payment on: 01757-424035 (Personal – Bkash, Rocket, Nagad)
কিছু নিয়মাবলীঃ
২১শে ফেব্রুয়ারির মধ্যে প্রি-অর্ডার করলে আপনারা প্রতিটি বই-এর জন্য পাবেন, আসল মূল্যের উপর ৩০% ছাড়।
২২ থেকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত অর্ডার করলে প্রতিটি বই-এর জন্য পাবেন, আসল মূল্যের উপর ২৫% ছাড়।
এর পর যেকোন সময় অর্ডার করলে প্রতিটি বই-এর জন্য পাবেন, আসল মূল্যের উপর ১০% ছাড়।