Updates:

Nirmol Bangladesh

তৃষ্ণাতুরের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংগ্রহন ও লেখক সনদ গ্রহন করতে রেজিস্ট্রেশন করুন

লেখক রেজিস্ট্রেশন বিষয়ক কিছু জরুরী তথ্য

  • তারিখ: ২১শে ফেব্রুয়ারি ২০২৫,  সময়: বিকাল ৩:০০ টা
  • স্থান: সোহরাওয়ার্দী উদ্যান, বইমেলা প্রঙ্গন, বাংলা একাডেমি।
  • রেজিস্ট্রেশন ফী ৫০০ টাকা।
  • রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ১৫ই জানুয়ারী ২০২৫, রাত ১১:৫৯ মিনিট।
  • রেজিস্ট্রেশন ফী নগদ/বিকাশ/রকেট যে কোন মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে পাঠানো যাবে।
  • রেজিস্ট্রেশন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
  • রেজিস্ট্রেশন ফী (৫০০ টাকা) জমা দিন এই নম্বরেঃ 01757-424035 (Send Money)

নগদ/বিকাশ/রকেট যে কোন মোবাইল ব্যাংকিং-এই রেজিস্ট্রেশন ফী পাঠানো যাবে।

  • তৃষ্ণাতুর-২০২৫ (৫ম সংখ্যা) -এর ১টি কপি সৌজন্য সংখ্যা প্রদান করা হবে। 
  • তৃষ্ণাতুরের লেখক পরিচয় সম্বলিত ১টি T-Shirt প্রদান করা হবে। 
  • তিন জন শ্রেষ্ঠ লেখকের জন্য ৩টি স্ক্রেস্ট।
  • প্রতিটি প্রতিষ্ঠানে থেকে নির্বাচিত শ্রেষ্ঠ লেখক সনদপত্র। *শর্ত প্রযোজ্য
  • সকল লেখকের জন্য “তৃষ্ণাতুর লেখক-2025 সনদ” প্রদান করা হবে।

রেজিস্ট্রেশনের সাথে তৃষ্ণাতুরের ৫ম সংখ্যা (২০২৫)Pre-Order করলে প্রতিটি বইয়ের উপর ৩৫% ছাড় পাবেন। প্রতিটি বই-এর আসল মূল্য ৩৫০ টাকা। ৩৫% ছাড়ের পর প্রতিটি বইয়ের মূল্য ২৩০ টাকা নির্ধারন করা হয়েছে।

  • রেজিস্ট্রেশন কারী সকল লেখকের জন্য বিশেষ একটি সুবিধা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে নির্মল বাংলাদেশ পরিবার। বিশেষ সুবিধাটি হলো, রেজিস্ট্রেশন কারী সকল লেখককে সম্মাননা সরূপ ১ বছরের জন্য নির্মল বাংলাদেশের সাধারন সদস্য পদ প্রদান করা হবে।
  • রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন কৃত সকল লেখককে একটি বিশেষ কোড পাঠানো হবে, সেই কোডটি ব্যবহার করে বিনামূল্যে নির্মল বাংলাদেশের সদস্য পদের জন্য আবেদন করতে পারবে।
  • রেজিস্ট্রেশন করা পর কোন কারনে উপস্থিত হতে না পারলে, লেখকের অবর্তমানে তার অভিভাবকের নিকট লেখক সনদ সহ অন্যান্য উপহার প্রদান করা হবে।
  • রেজিস্ট্রেশন করেও (লেখক/অভিভাবক) উপস্থিত থাকতে না পারেন, তবে কুরিয়ার ফী প্রাপ্তি স্বাপেক্ষে উপহার সামগ্রি লেখক বরাবর প্রেরণ করা হবে। (শর্ত প্রযোজ্য)
  • রেজিস্ট্রেশন ব্যাতিত কোন ধরনের পুরষ্কার/সনদ প্রদান করা হবে না।
  • শুধু মাত্র রেস্ট্রিশনকৃত লেখকদের মধ্যে থেকে শ্রেষ্ঠ লেখক এবং শ্রেষ্ঠ ক্যাম্পাস লেখক সনদ প্রদান করা হবে।

রেজিস্ট্রেশন ফী (৫০০ টাকা) জমা দিন এই নম্বরেঃ 01757-424035 (Send Money)

নগদ/বিকাশ/রকেট যে কোন মোবাইল ব্যাংকিং-এই রেজিস্ট্রেশন ফী পাঠানো যাবে।

  • প্রথমত, আমরা আপনাদের নিকট হতে লেখা প্রকাশ করা বাবদ কোন ধরনের অর্থ গ্রহণ করছি না। নির্বাচিত লেখাটি বিনামূল্যেই ছাপা হবে।
  • দ্বিতীয়ত, আমরা তৃষ্ণাতুর বইটি বানিজ্যিক উদ্দেশ্যে বিক্রি করি না, সুতরায় এখান থেকে আর্থিক ভাবে লাভবান হওয়ার মতো কোন অর্থ আসে না।
  • তৃতীয়ত, বইটি প্রকাশ করার জন্য যে পরিমান অর্থ প্রয়োজন হয়, লেখকদের নিকট থেকে তার ১টি টাকাও গ্রহন করা হয় না। নির্মল বাংলাদেশ তার নিজস্ব খাত থেকে সম্পূর্ন ভাবে অর্থ সহায়তা প্রদান করে।
  • চতুর্থত, যেহেতু তৃষ্ণাতুর ব্যবসায়িক উদ্দেশ্যে বিক্রয় করা হয় না, তাই আপনাদের লেখা ব্যবহার করে আর্থিক ভাবে তৃষ্ণাতুর বা নির্মল বাংলাদেশ লাভবান হয় না। 

আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে, নির্মল বাংলাদেশ সর্ম্পূন অলাভজনক একটি প্রতিষ্ঠান। শুধুমাত্র শিক্ষার্থীদেরকে বাংলা সাহিত্য চর্চার প্রতি উৎসাহিত করতেই নির্মল বাংলাদেশ প্রতিবছর হাজার হাজার টাকার লোকসান দিয়েও তৃষ্ণাতুর প্রকাশনা চালিয়ে যাচ্ছে। 

এখন আসা যাক কেন আমরা রেজিস্ট্রেশন বাবদ ৫০০ টাকা ধার্য্য করেছি। আপনারা মনোযোগ দিয়ে আমাদের পাঠানো ইমেইলটি পড়লে বুঝতে পারবেন, লেখকদের জন্য তৃষ্ণাতুর কর্তৃপক্ষ কিছু উপহার সামগ্রি উপহার প্রদানের আয়োজন করবে। সেই আয়োজনে প্রতিটি লেখকের জন্য যথেষ্ঠ পরিমান অর্থ ও শ্রম ব্যয় হবে। পূর্ববর্তী অনুষ্ঠানে আমরা দেখেছি, এত অর্থ ও শ্রম ব্যয় করার পরেও অনেক লেখক অনুষ্ঠানে অংশগ্রহন করার প্রতিশ্রুতি দিয়েও অনুষ্ঠানে আসে না। সেই ক্ষেত্রে আমাদের পরিশ্রম ও অর্থ দুটোই নষ্ট হয়েছে। তাই পূর্ববর্তী ঘটনা থেকে শিক্ষা নিয়ে, অপচয় রোধ করতে, একই সাথে লেখকদের উপস্থিতি নিশ্চিত করতে উল্লেখিক পরিমান অর্থ রেজিস্ট্রেশন বাবদ ধার্য্য করা হয়েছে।

আশা করি, আমরা আপনাদেরকে রেজিস্ট্রেশন বাবদ কেন ৫০০ টাকা নেওয়া হচ্ছে তা বুঝাতে পেরেছি। এর পরেও যদি আপনাদের আরো কোন বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করবেন এই নম্বরে: 01757-424035

কোন লেখক/লেখিকার আর্থিক সংগতি না থাকলে সে বা তার অভিভাবক তৃষ্ণাতুর-এর সম্পাদক বরারব রেজিস্ট্রেশন ফী কমানো বা মৌকুফের জন্য আবেদন করতে পারে, সেক্ষেত্রে কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবে। 

আমাদের ১০ থেকে ১৫ জন স্বেচ্ছাসেবক রাতদিন পরিশ্রম করে আপনাদের জন্য তৃষ্ণাতুর বইটি তৈরী করে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আশা করি আমাদের স্বেচ্ছাসেবকেরা আপনাদের নিকট থেকে সেই ভালোবাসা পাওয়ার দাবীদার এবং আপনারা সেই ভালোবাসা টুকু অবশ্যই দিবেন।

আমাদের কোন ভুল ত্রুটি থাকলে দয়া করে জানাবেন। আমাদের কোন বিষয়ে আপনার কোন অভিযোগ বা পরামর্শ বা মন্তব্য থাকলে দয়া করে বিস্তারিত জানাতে nirmol.bd.info@gmail.com অথবা contact@nirmol-bangladesh.org তে একটি ইমেইল করুন।

আমরা আপনাদের নিকট থেকে যেকোন ধরনের আলোচনা বা সমালোচনা সাদরে গ্রহন করবো, তবে অবশ্যই তা হতে হবে গঠনমূলক ও সৌজন্যতা প্রদর্শন পূর্বক। আমরা সকলকে অনুরোধ করবো পরস্পরের প্রতি যথাযথ সম্মান প্রদর্শপূর্বক আলোচনা/সমালোচনা/মতামত/মন্তব্য করার জন্য।